বিক্ষোভের ছবি এডিট করে প্রচার করলো জামায়াত!

দেশের তথ্য ডেস্ক: সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব বিক্ষোভের ছবি তাদের ফেসবুক পেইজে বেশ সাজিয়ে গুছিয়ে প্রকাশও করছে। কিন্তু বরিশাল মহানগরের বিক্ষোভ মিছিলের ছবিতে কিছুটা অসঙ্গতি দেখা দিয়েছে। এডিট করে ব্যানার বসিয়ে তারপর প্রচার করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা বরিশাল কেন্দ্রীয় কসাই মসজিদের সামনে থেকে এ বিক্ষিাভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল নগর ভবনের সামনে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাঃ বাবর, মহাগর জামায়াতের সেক্রেটারী মোঃ মতিউর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আজিজুর রহমান ওয়ালিদ এবং ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগর সভাপতি মোঃ বায়জিদ বোস্তামী।#

Share this post

PinIt
scroll to top