৮৫০ শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ ঠাকুরগাঁওয়ে ।

tab.webp

দেশের তথ্য ডেস্ক:-

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্কুলের ৮৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যানের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্যাব বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এই সরকার দেশকে ডিজিটালাইজ করেছে। স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে সরকার শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো।

তিনি বলেন, আজকে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিক্ষাথীরা আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। দেশ পরিচালনা করবে। ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য সব ধরণের পরিবেশ তৈরি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির মোট ৮৫০ জন মেধাবী শিার্থীকে একটি করে ট্যাব বিতরণ করেন অতিথিরা।

Share this post

PinIt
scroll to top