ফাতেমা ইসলাম একজন ত্যাগী নিবেদিত প্রাণ নেত্রী ছিলেন

khulna-17072023-012.jpg

দেশের তথ্য ডেস্ক খুলনা প্রতিনিধি :-  খুলনা মহানগর আ’লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, ফাতেমা ইসলাম বঙ্গবন্ধুর আজীবন সহচর আ’লীগের জাতীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার বোন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোহাম্মদ ইউনিয়নের আ’লীগের সভাপতি ছিলেন। তাদের পারিবারিক ধারাবাহিক রাজনীতি ও বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরী হিসেবে ফাতেমা ইসলাম খুলনায় মহিলা আ’লীগের যাত্রা শুরু করেছিলেন। ফাতেমা ইসলাম প্রথমে ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি এবং পরবর্তীতে মহানগর মহিলা আ’লীগের সহ-সভাপতি ছিলেন। ফাতেমা ইসলাম মহিলা আ’লীগের একজন ত্যাগী, নিবেদিত প্রাণ নেত্রী ছিলেন। যখন কোন নারীরা সামাজিক কারণে রাজনীতিতে আসতো না সে সময়ে ফাতেমা ইসলামসহ দু-চারজন খুলনার রাজনীতিকে অংশগ্রহণ করেছিলেন। তখন মহিলা আ’লীগের নেতৃত্বে ছিলেন ফাতেমা ইসলাম। তাদের শ্রম ও ত্যাগের বিনিময় খুলনায় মহিলা আ’লীগ আজ শক্তিশালী।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে খুলনা মহানগর মহিলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ফাতেমা ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আ’লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তৃতা করেন মহানগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। নগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, এড. অলোকা নন্দা দাস, এস এম আনিছুর রহমান, শেখ জাহিদ হোসেন, মোঃ শিহাব উদ্দিন, রনজিত কুমার ঘোষ, এড. এ কে এম শাহজাহান কচি, মোঃ সফিকুর রহমান পলাশ, এড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুর রহমান নজিব, নূর জাহান রুমি, নূরিনা রহমান বিউটি, আঞ্জুমনোয়ারা, জেসমিন সুলতানা শম্পা, মিনু ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, মলি­ক নওশের আলী, মোঃ আজিম উদ্দিন, কবির পাঠান, গোলাম মওলা টিংকু, আব্দুল ওহাব, মাজহারুল ইসলাম লেলিন, রেয়াজাত হোসেন জনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মরহুমা ফাতেমা ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Share this post

PinIt
scroll to top