দেশের তথ্য ডেস্ক খাগড়াছড়ি প্রতিনিধি :- পদযাত্রাকে ঘিরে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও নেতাকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
মঙ্গলবার বিএনপি শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে পদযাত্রা বের করে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।
এই সংঘর্ষ ঘণ্টাব্যাপী চলে। সংঘর্ষ চলাকলে পৌরসভা কার্যালয় ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।