দেশের তথ্য ডেস্ক চুয়াডাঙ্গা প্রতিনিধি :- চুয়াডাঙ্গায় পৃথক দূর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত তিন ঘন্টার ব্যবধানে এই তিন শিশুর মৃত্যু হয়। এরমধ্যে আলমডাঙ্গা উপজেলায় পানিতে ঢুবে ছয়মাস বছসী শিশু ইয়াসিন, দামুড়হুদা উপজেলায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে শিশু রাশেদ (২) ও জীবননগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু আয়েশা সিদ্দীকা (৫) নামের শিশুর মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট তিন থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আলমগীর হোসেনের ছোট ছেলে ইয়াসিন তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। এসময় ঘুমের ঘরে গড়াগড়ি দেওয়া সময় খাটের পাশে থাকা মাছ ভর্তি বালতির পানির মধ্যে পড়ে যায় শিশু ইয়াসিন। ঘুম ভেঙ্গে ছেলেকে পানিতে দেখতে পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষনা করেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
অপরদিকে, দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের রহিদুল ইসলামের ছেলে শিশু রাশেদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে অসাবধানতায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু রাশেদ। দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু রাশেদকে মৃত ঘোষনা করেন। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
এদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর স্কুলের সামনে ট্রাক চাপায় আয়েশা সিদ্দীকা (৯) নামের এক শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। নিহত স্কুলশিক্ষার্থী হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর স্কুলপাড়ার বকুল উদ্দীনের কন্যা আয়েশা খাতুন (৯)। সে কন্দর্পপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে। চালককে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।