দেশের তথ্য ডেস্ক:-
০৮ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত্র ২২:২০ ঘটিকার সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুয়াড়ী ১) কাজী তরিকুল ইসলাম(৪৪), পিতা-কাজী হারুন অর রশিদ, সাং-কালীনগর, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল; ২) খাইরুল ইসলাম(৪৭), পিতা-মৃত: আব্দুল আজিজ, সাং-চর রূপসা বাগমারা অগ্রণী ব্যাংকের মোড়, থানা-রূপসা, জেলা-খুলনা; ৩) মোঃ আজাদ খান(৪২), পিতা-মৃত: আজিম খান, সাং-২০ বিকে রায় রোড আগাখান স্কুল গলি, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৪) মোঃ ইব্রাহিম শেখ(৩০), পিতা-মৃত: জলিল শেখ, সাং হোল্ডিং নং-১৭, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা থানাধীন ১৬ নং মিয়া পাড়া ওবায়দুল্লাহ আজাদ এর বসত বাড়ীর ২য় তলার সিড়ির ডান পার্শ্বের রুমের মধ্যে হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত জুয়াড়ীদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ১০ (দশ) সেট, ০১ টি সাদা কাপড়, ০৪ টি খাতা এবং নগদ ১৩,৩০০ (তের হাজার তিনশত) টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।