দেশের তথ্য ডেস্কঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ০৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে ভাইস-চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্থানসহ সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং উল্লিখিত তথ্যাবলী সংবলিত লিখিত ধারণাপত্র দেন।
এ সময় রাষ্ট্রপতিকে ভাইস-চ্যান্সেলর ফুলেল শুভেচ্ছা জানান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট দেন উপহার দেন।
রাষ্ট্রপতি ভাইস-চ্যান্সেলরের বিভিন্ন কথা গুরুত্বসহকারে শুনে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সাথে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আয়োজনের মৌখিক সম্মতি জ্ঞাপন করেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।