কয়রায় দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক বিতরণ

20241124_205847-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল

কয়রার উপকূলীয় অঞ্চলে দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারকে সুন্দরবন কোয়ালিশনের উদ্যোগে ঘর সংস্কারের জন্য প্রতি পরিবারের মাঝে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

২৪ নভেম্বর রবিবার বেলা ১১টায় বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের কার্যালয়ে শেয়ার ট্রাষ্ট ও স্ট্যাট ফান্ড বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং সুন্দরবন কোয়ালিশন ও সিএনআরএসের টেকনিক্যাল সহযোগীতায় ও বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সহায়তায় উক্ত চেক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। চেক বিতরণকালে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্থ মানুষের পূণর্বাসনে এ ধরনের উদ্যোগে মিলনী যুব সংঘ ও সুন্দরবন কোয়ালিশনকে ধন্যবাদ জানিয়েছেন। এ ধরনের সহযোগীতা আরো বৃদ্ধির দাবীও জানান তিনি। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, সিএন আর এসের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, সুন্দরবন কোয়ালিশনের মিডিয়া পার্টনার সাংবাদিক অরবিন্দ কুমার মণ্ডল, সাংবাদিক রিয়াছাদ আলী ও ফরহাদ হোসেন, মিলনী যুব সংঘের স্বেচ্ছাসেবক—অপূর্ব মন্ডল, সুব্রত মুন্ডা, নাজমুল হুদা মিলন, সুদীপ্ত ঢালী, রমেন মুন্ডা, সৌমেন মুন্ডা প্রমুখ।

চেক বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস দীর্ঘ ৩৫ বছর পর বড়বাড়ী শীলপুকুর পূণঃ খনন সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ উপকূলীয় মানুষের জীবন-মান উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে।

Share this post

PinIt
scroll to top