চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা

20241126_171610-scaled.jpg

চিতলমারী প্রতিনিধিঃ প্রদীপ মন্ডল

বাগেরহাটের চিতলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা এবং জুলাই গণঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় শেরে বাংলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু।

স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দিন, চন্দ্র শেখর মিস্ত্রী, হুমায়ুন কবির প্রিন্স প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লাসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। স্মরণ সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে জুলাই গণঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর ও সদস্য সচিব ইমরাজ মিরাজ।

Share this post

PinIt
scroll to top